অনেক শিক্ষার্থী বাড়িঘর সম্পর্কিত ইংরেজি শব্দ বুঝতে সমস্যায় পড়ে। তাই এখানে ইংরেজি উচ্চারণের সাথে গুরুত্বপূর্ণ “Dwelling Vocabulary” ইংরেজিতে বাংলায় দেওয়া হল।
Type of Dwellings (বিভিন্ন ধরণের বাড়িঘর )
- Dwellings (ডোয়েলিংগ্স্) বাড়িঘর
- House (হাউস) – গৃহ
- Home (হোম) – বাড়ি
- Building (বিল্ডিং) – পাকাবাড়ী
- Hut (হাট) – কুঁড়েঘর
- Mansion (ম্যানসন্) – পট্টলিকা
- Cottage (কটেজ) – কুটির
- Place (প্যালেস) – রাজপ্রাসাদ
- Two storeyed house (টু স্টোরিড হাউস) – দোতলা বাড়ি
- Tent (টেন্ট) – তাঁবু
Religious Places (ধর্মীয় স্থান)
অনেক সময় আমরা ধর্ম স্থানের সম্পর্কিত শব্দ ব্যবহার করি. নিচে কিছু সাধারণ শব্দ দেয়া হলো:
- Temple (টেম্পল) – মন্দির
- Church (চার্চ) – গির্জা
- Mosque (মস্ক) – মসজিদ
Rooms in a House বাড়ির বিভিন্ন কক্ষ
বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের রুম থাকে তাদের ইংরেজি নাম এবং বাংলা অর্থের সঠিক ইংরেজি উচ্চারণের সাথে নিচে দেওয়া হল:
- Bathroom (বাথরুম) – স্নানের ঘর
- Latrine (ল্যাট্রিন) – পায়খানা
- Hall (হল) – বড় ঘর
- Bedroom (বেডরুম) – ঘুমানোর ঘর
- Drawing room (ড্রয়ইং রুম) – বসার ঘর
- Dining room (ডাইনিং রুম) – খাবার ঘর
- Kitchen (কিচেন) – রান্নাঘর
- Rest room (রেস্টরুম) – বিশ্রাম ঘর
- Guest house (গেস্ট হাউস) – অতিথিশালা
- Parlour (পার্লার) – বৈঠকখানা
কিছু ক্ষেত্রে “Parlour” সৌন্দর্য চর্চা (Beauty Parlour) বা ব্যবসায়িক ক্ষেত্রে (ice Cream Parlour, Funeral Parlour) ব্যবহার করা হয়। তবে বাড়িঘরের ক্ষেত্রে এটি মূলত অতিথিদের বসার ঘর হিসাবে বোঝানো হয়।
এই শব্দগুলো খুবই প্রয়োজনীয়, কারণ আমরা প্রায়ই প্রতিদিন এইগুলো ব্যবহার করি।
Floors of a House
- Ground floor (গ্রাউন্ড ফ্লোর) – একতলা
- First floor (ফার্স্ট ফ্লোর) – দোতলা
যদি কোন বাড়ি একতলা হয় তাহলে সেটিকে “Ground floor” বলা হয় আর দোতলা হলে সেটিকে “First floor” বলা হয়।
Structural Elements of a House (বাড়ির কাঠামোগত উপাদান)
একটি বাড়ি তৈরির সময় বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। সেগুলোর নাম ইংরেজি উচ্চারণের সাথে নিচ্ছে দেওয়া হল:
- Beam (বিম) – করেকাঠ
- Ceiling (সিলিং) – ভেতরের ছাদ
- Floor (ফ্লোর) – মেঝে
- Pillar (পিলার) – থাম
- Post (পোস্ট) – খুঁটি
- Roof (রুফ) – ছাদ
- Wall (ও্যয়াল) – দেওয়াল
- Window (উইন্ডো) – জানালা
- Ventilator (ভেন্টিলেটর) – ঘরের ভিতর আলো বা বাতাস আসার জায়গা।
Outdoor Areas of a House (বাইরের বাইরের অংশ)
বাড়ির ভেতরের পাশাপাশি বাইরের অংশের সম্পর্কিত কিছু ইংরেজি শব্দ দেয়া হল:
- Court yard (কোর্ট ইয়ার্ড) – উঠান
- Gate (গেট) – ফটক
- Yard (ইয়ার্ড) – উঠান
- Terrace (টেরেস) – বাড়ির উপরের ছাদ
“Terrace” শব্দটি মূলত চাঁদের একটি খোলা অংশ বোঝাতে ব্যবহার করা হয় যেখানে মানুষ আরাম করতে বা ছোটো গাছপালা রাখতে ব্যবহার করতে পারে।
Strong & Animal Shelters (সংরক্ষণাগার ও পশুর আশ্রয়)
- Godown (গোডাউন) – গুদামঘর
- Cowshed (কাউশেড) – গোয়াল ঘর
- Stable (স্টবল) – আস্থাবল
- Shed (সেড) – চালাঘর
এগুলো সাধারণত খামার বা গুদামঘর পণ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়।
Stairs & Access Points (সিঁড়ি ও প্রবেশ পথ)
বাড়িতে ওঠান আমার জন্য কিছু তরকারি ইংরেজি শব্দ
- Down stairs (ডাউন স্টেয়ার্স) – নিচের তলা
- Up stairs (আপস্টেয়ার্স) – উপরের তলা
- Staircase (স্টেয়ার কেস) – সিঁড়ি
- Step (স্টেপ) – ধাপ
Miscellaneous Words (বিবিধ শব্দ)
বাড়িঘর সম্পর্কিত আরো কিছু দরকারী শব্দ নিচে দেওয়া হল:
- Glass pane (গ্লাসপেন) – জানালার কাজ
- Door (ডোর) – দরজা
- Rafter (রাফটার) – বর্গা
- Shutter (সাটার) – খড়খড়ি
- Urinal (ইউরিন্যাল) – প্রস্রাবখানা
শেষ কথা:
এই Vocabulary যে কোন নতুন ইংরেজি শিক্ষার্থীর জন্য খুব দরকারী হতে পারে, বিশেষ করে যারা ইংরেজি শেখা মাত্র শুরু করেছে। বাড়িঘর সম্পর্কিত শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহৃত হয়, তাই এগুলো জানা দরকার। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে এই শব্দগুলো মুখস্থ করে নাও এবং ইংরেজিতে কথা বলতে ব্যবহার করতে চেষ্টা করো।
ধন্যবাদ আমাদের Raddix English Website -এ আসার জন্য…