এখানে দেওয়া হলো কীটপতঙ্গের নাম ইংরেজিতে অর্থাৎ Insects Name In Bengali. ইংরেজি শেখবার জন্য এগুলো অনেকটাই গুরুত্ব পূর্ণ কারণ, কোনটা কীটপতঙ্গের নাম কি যদি না জানা থাকে তাহলে সেটা সামনের মানুষকে কি করে বোঝাবে, তাই নোই কী? তাই এখানে দেওয়া হলো Worms and Insects vocabulary in Bangla ইংরেজি উচ্চারনের সাথে।

Worms and  Insects

(কীট-পতঙ্গ)

  • Ant  [অ্যান্ট ] – পিঁপড়া
  • Bee [ বী ] – মৌমাছি
  • Beetle [বীট্ল] – গুবরে পোকা
  • Black-bee [ব্ল্যাক-বী ] – ভোমরা
  • Bug [বাগ্ ] – ছারপোকা
  • Butter-fly [বাট্যার-ফ্লাই ] – প্রজাপতি

 

  • Cater pillar [ক্যাট্যা(র)-পিলার] – শুঁয়োপোকা
  • Centiped [সেন্টিপেড্] – কেন্না
  • Cock-roach  [কক্-রোচ্] – আরশোলা
  • Cricket [ক্রিকেট] – ঝিঁ ঝিঁ পোকা
  • Earth –worm [অ্যা(র)থ্-ও্যঅ্যা(র)ম্] – কেঁচো
  • Fly [ফ্লাই] – মাছি

 

  • Glow-worm [গ্লো-ও্যঅ্যা(র)ম্] – জোনাকি
  • Gnat [ন্যাট ] – ডাঁশ
  • Grass-hopper [গ্রাস্-হপার] – ফড়িং
  • Hornet [হা(র)নিট] –  ভিম্রুল
  • Insect [ইন্সেকট ] – পতঙ্গ
  • Leech [লীচ] – জোঁক
  • Locust [লোক্যাস্ট] – পঙ্গপাল

 

  • Mosquito [ম্যাস্কীটো] – মশা
  • Scorpio [স্ক(র)পিয়্যান] – কাঁকড়া বিছা
  • Silk-worm [সিল্ক-ও্যঅ্যা(র)ম্] –  গুটিপোকা
  • Spider [স্পইডার] – মাকড়শা
  • Wasp [ও্যঅস্প্] – বোলতা
  • White-ant [ও্যআইট-অ্যান্ট] – ডই
  • Worm [ও্যঅ্যা(র)ম্] – কীট

 

Note : আশা করছি এটি মনদিয়ে পড়েছো, পড়তে তোমাদের কোনো সমস্যা হয়নি। তোমাদের যদি কোথাও সমস্যা হয় পড়তে বা বুজতে কমেন্টসর মাধ্যমে জানাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top