ফুলের নাম ইংরেজিতে | Flowers Name In Bengali

তুমি কি Flowers vocabulary খুঁছিলে তাহলে ইংরেজি শেখার জন্য এখানে দেওয়া হলো ইংরেজি উচ্চরণের সাথে Flowers Name In Bengali বাংলাতে। এখানে ছবির সাথে সকল ফুলের নাম বাংলা ও ইংরাজিতে দেওয়া হলো যা তোমাদের বুজতে কোনো রকমের সমস্যা যাতে না হয়।

Flower (ফুল)

  • Bastard teak [ব্যাসট্যা(র)ড টিক] – পলাশ
  • Bud [বাড্] – ফুলের কুরি
  • Chameli [চামেলি] – চামেলি
  • Champak [চম্পক্] – চাঁপা
  • China-box [চাইন্যা বক্স] – কামিনি
  • China-rose [চাইন্যা রৌজ] – জবা

 

  • Dogrose [ডগ রৌজ] –কাঠ গোলাপ
  • Flower [ফ্লাউয়্যা(র)] – ফুল
  • Foal-foot [ফৌলফুট্] – টগর
  • Gardenia [গা(র্)ডীনিঅ্যা] – গন্ধ রাজ

 

  • Garland [গা(র্)ল্যান্ড্] – মালা
  • Jasmine/ Jassamine  [জ্যাস্মিন] – জুঁই
  • Lily [লিলি] – পদ্ম, নলিনী
  • Lotus [লোটাস] – পদ্ম
  • Marigold [ম্যারিগোল্ড] – গাঁদা
  • Night – Jassamine [নাইট-জ্যাসমিন] – শেফালিকা
  • Night queen [নাইট-কুইন] – রজনি গন্ধা
  • Tube-rose [টিউব রোজ] – রজনি গন্ধা
  • Oleander [ঔলিঅ্যান্ড্যা(র)] – করবী

 

  • Passion flower [প্যাশ্নফ্লাওয়্যা(র)] – ঝুমকা
  • Petal [পেট্ল] – পাপড়ি
  • Pollen [পলিন্] – পরাগ, রেনু
  • Rose [রোজ] – গোলাপ
  • Stramonium-flower [স্টামোনিয়ান ফ্লাওয়্যা(র)] – দুতুরা ফুল
  • Sunflower [সানফ্লাওয়্যা(র)] – সূর্যমুখী
  • Tulip [টিউলিপ] – মল্লিকা
  • Water-lily [ওয়্যাটা(র্) লিলি] –  শালুক

তোমরা এখন পড়লে সকল ফুলের নাম ইংরেজিতে আশা করছি এটি পড়তে তোমাদের কোনো রকমের সমস্যা হয়নি।

Leave a Comment

error: Raddix English does not allow copying !!